Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

লালপুরে আরো একজন মেডিকেল স্টাফ করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৩৮

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৯:০৭ পিএম

নাটোরের লালপুরে নতুন করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন স্টার্ফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় ৫ জন মেডিকেল স্টার্ফ, একজন শিশু, একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যসহ মোট ৩৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ২৯জন।
বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত ৯ টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম আক্রান্তের তথ্য নিশ্চিত করে জানান,' রাতে ই-মেইল বার্তায় তাকে নতুন করে আরো একজন মেডিকেল স্টার্ফের শরীরে করোনা ভাইরাস শনাক্তর খবর জানানো হয়েছে। গত কাল ৮ তারিখে তারসহ মোট ১২ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। আজ তার রিপোর্টে পজেটিভ এসেছে। বাঁকি ১১জনের নেগেটিভ এসেছে। তিনি আরো জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ