মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্মস্থান সেøাভেনিয়ার সেভনিকা শহরের কাছে তার আদলে তৈরি কাঠের মূর্তি পুড়িয়ে ফেলা হয়েছে। গত ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দেশের ঐতিহাসিক ভাস্কর্য বা স্মারক যারা উপড়ে ফেলছে কিংবা নষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠিক ওইদিনই মেলানিয়ার মূর্তি পুড়িয়ে ফেলা হয়েছে দাবি করেছেন এর আর্থিক যোগানদাতা আমেরিকান শিল্পী ব্রাড ডাউনি। এই শিল্পী পরের দিন স্থানীয় পুলিশের সহায়তায় পুড়ে যাওয়া মূর্তিটি সরিয়ে নেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে। হোয়াইট হাউজ কিংবা মেলানিয়ার কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ২০১৯ সালের জুলাইয়ে এই মূর্তিটি উদ্বোধন করা হয়। ডাউনি রয়টার্সকে বলেছেন, তিনি জানতে চান কারা এই মূর্তিকে লক্ষ্যবস্তু বানালো এবং কেন? রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।