Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় একই পরিবারের চারজনসহ ২৪ জন করোনা শনাক্ত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৬:২২ পিএম

সাতক্ষীরায় একই পরিবারের চারজনসহ ২৪ জন করোনা শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ( ০৯ জুলাই) বিকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন করোনা হলেন, সাতক্ষীরা সদর থানার সাব ইনসপেক্টর হাফিজুর রহমান (৪৪), সদরের বড় খামার এলাকার আব্দুল মান্নান (৪৫), আলিপুর গ্রামের আমিনা খাতুন (৪০), আশাশুনি উপজেলার শ্রীউলা বকচর গ্রামের সুষমা মন্ডল (৫৫) ও বিধান মন্ডল (৬৩), তালা উপজেলার মাগুরা গ্রামের শেখর দেবনাথ (৫১), কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তাসলিমা খাতুন (৪৫), মথুরেশপুর গ্রামের রাকিব (২৩), শীতলপুর গ্রামের মোঃ নুরুজ্জামান (৪৩), নলতা গ্রামের আব্দুর রহিম (৪১), কাটুনিয়া গ্রামের জব্বার মোড়ল (৬০), মথুরেশপুর গ্রামের বাবলা আহমেদ (৩২), দেবহাটা উপজেলার ডাঃ শেখ তানভীর হোসেন (২৮), ডাঃ মোঃ মোস্তফা তৌফিক (২৯), অমরেশ হালদার (৩৩), আরতী রানী মন্ডল (৫৭), সুজিত কুমার গুহ (৫৭), কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের একই পরিবারের চারজন। এরা হলেন খোরশেদ আলম (৬৫), আজগর আলী (৫৩), তার স্ত্রী রাবেয়া খাতুন (৪৫) ও আক্তারুজ্জামানের স্ত্রী ফাতেমা খাতুন (২৮), একই উপজেলার খোরদো গ্রামের শুভ (১৬), ধানগোরা গ্রামের আলমগীর (৩৮) ও বহুরা গ্রামের আকলাম হোসেন (৫৭)।
প্রসঙ্গত, সাতক্ষীরায় আজ নতুন ২৪ জনকে নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৩০৪ জন। করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। করোনা উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৩১ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ