Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪১৬

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১১:২৬ এএম

রাজশাহীর দুই ল্যাবে বুধবার (৮ জুলাই) রাতে ৮৫ জনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৭৮ জন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪১৬ জনে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার তাদের ল্যাবে ১৮৪টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৮ জনের পজিটিভ। তারা সবাই রাজশাহী জেলার। আক্রান্তদের মধ্যে রামেক হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ২৩ জন, মহানগরীর ১৫ জন, পুলিশ হাসপাতালের তিনজন, ইসলামী ব্যাংকের পাঁচজন ও মোহনপুরের কেশরহাটের দুইজন।
রামেক হাসপাতালের আক্রান্তরা হলেন- ডা. কে.এইচ নাফিজ রহমান (৩৪), ডা. মো. হাবিবুল্লাহ (২৫), ডা. মনিরুল খান (৩৭), ডা. নাউদিলা সুর চৌধুরী (৩১), ৩০ নং ওয়ার্ডের মিলন (৩৯), ২১ নং ওয়ার্ডের সোনানে (৩৩), ৩৯ নং ওয়ার্ডের শামসুল হক (৫৩), ৩৪ নং ওয়ার্ডের মোসা. ইতি খাতুন (২৭)।
রুবিনা খাতুন (৩০), আদরী খাতুন (৩৬), শিরিনা খাতুন (৩০), ফাহিমা খাতুন (৪৩), গৌড়হাঙ্গার নাফিসা তাবাস্সুম (২১), রাশেদা বেগম (৪৭), জিল্লুর রহমান (৫২), লক্ষ্মীপুরের মো. সায়েম (৪৪), ইসলামী ব্যাংকের মো. আজিজুল হক (৩৩)।
মালোপাড়ার মো. তোফাজ্জেল হোসেন (৫৭), আনিসুর রহমান (৭৫), ফাউজিয়া ফেরদৌসী (৩৭), সিটি হাসপাতালের চিকিৎসক ডা. অর্পিতা দাস (৩৭), র‌্যাব-৫ সদস্য মো. সুজন মিয়া (৩০)।
মহানগরীর শনাক্তরা হলেন- বহরমপুরের মাহাবুবুর রহমান (৪০), উপশহরের মাসুদ আলী খান (৫৫), কেশবপুরের নাসিমা আমিন (২০), চন্ডিপুরের শামীমা আফরিন (১৬), শাহী মনজুরুল (৩৭), ফেরদৌসী আক্তার (৪১)।
এম.এম শাফায়েত হোসেন (৩৩), জহির উদ্দীন (৩৪), ফিরোজ কবীর (৫০)। নার্গিস সুলতানা (৪৮), সাদিয়া রিফাত (৩২), মুসলিমা বেগম (৫৫), গোলাম কিবরিয়া (৩৪), জাহেদা বেগম (৫০), ১৯ নং ওয়ার্ডের শামসুল হক (৬৫)।
পুলিশ হাসপাতালের নিয়াজ মেহেদী (২৮), মাহবুবুর হরমান (৪০), সালমা সুলতানা (৫৫)। ইসলামী ব্যাংকের হারুন-অর-রশীদ (৩৫), মো. আউয়াল (৪০), মো. শহীদুল্লাহ (৩৯), নাজিম উদ্দিন (), আবু বক্কর সিদ্দিক (৪৮)। আর মোহনপুরের কেশরহাটের মো. মাইদুল ইসলাম (৩৩), মো. হোসেন আলী (৭৮)।
এর আগে সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের ল্যাবে ৩৭ জনের করোনা শনাক্ত করা হয়। যার মধ্যে ৩০ জনেরই বাড়ি রাজশাহীতে। এর মধ্যে ১৪ জন মহানগরী, ১১ জন পবা, ৩ জন গোদাগাড়ী এবং ২ জন মোহনপুরের বাসিন্দা। বাকি সাতটির মধ্যে ৬ জনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আর একজনের বাড়ি নাটোর।
মহানগরীর আক্রান্তরা হলেন- আবু সাঈদ (২২), ইমরান আলী (২৬), মনিরুল ইসলাম (৪৩), নূরজাহান খাতুন (৫৮), হাসিনা হক (৬০), সৈয়দা বেগম (৬৭), আকলিমা খাতুন (৪০), আরিফুজ্জামান (৫১), সারোয়ার পারভেজ (২৯), কুতুব উদ্দিন (৩৪), আসাদুর রহিম (২৪), আবদুর রাজ্জাক (৪২), রবিন (২৭) এবং ফজলে রাব্বি (৭৫)।
পবার নতুন কোভিড-১৯ রোগীরা হলেন- মনিরুজ্জামান (৫৪), ফারিহা (২২), কানিজ ফাতেমা (৪২), ডা. কৌশিক (৩১), মিজানুর (৩৩), আক্তার (৩৫), চম্পা (৪৩), সারমিন সুলতানা (৪০), এবং কাইয়ুম (৫০)।
গোদাগাড়ীর আক্রান্তরা হলেন- সাথি (২৫), মেরিনা (৩৭) এবং রতন আলী (৩০)। মোহনপুরের ২ জন হলেন- জিল্লুর (৩৫) এবং আল-আমিন (৩৫)। নাটোরের লালপুরের আক্রান্ত ব্যক্তির নাম হাবিবুল্লাহ (৫৫)। আর চাঁপাইনবাবগঞ্জের ৬ জন হলেন- সদর উপজেলার শামিম (৩২), ওবায়দুল (৫৫), রাজন কুমার (৩৫), রহমান (৩৯), জহুরুল (৫০) এবং মাহবুবা (২৪)।
এদিকে, একদিনে নতুন ৭৮ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্য দাঁড়াল ১৪১৬ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন। রাজশাহীতে এ সুস্থ হয়েছেন ১৫৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ