Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নিবন্ধন আইনের খসড়ায় মতামতের সময় বাড়িয়েছে ইসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৯:৪০ এএম

নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলের নিবন্ধন আইন, ২০২০ এর খসড়ার ওপর দলগুলোর মতামত দেয়ার সময় ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

এরপর আর সময় বাড়ানো হবে না বলে ইসির উপসচিব মো. আ. হালিম খান স্বাক্ষরিত এক চিঠিতে রাজনৈতিক দলগুলোকে জানানো হয়েছে।

গত ১৬ জুন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে আইনটির খসড়ার ওপর মতামত দেয়ার জন্য আহ্বান জানায় সংস্থাটি। ইসির বেঁধে দেয়া সময় অনুযায়ী ৭ জুলাইয়ের মধ্যে মতামত দেয়ার কথা ছিল।

বর্তমানে নির্বাচন কমিশনে ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনে অংশ নিতে চাইলে অবশ্যই ইসিতে দল হিসেবে নিবন্ধন নিতে হয়। প্রতি সংসদ নির্বাচনের আগে নিবন্ধন নেয়ার জন্য আবেদনের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন।

সূত্র: বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন কমিশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ