Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেগান বেস্টফ্রেন্ডের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১২:০১ এএম

ব্রিটেনের রাজবধ‚ প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল বর্তমান পরিস্থিতি সামলে উঠতে তার সবচেয়ে কাছের বন্ধু বা বেস্টফ্রেন্ড জেসিকা মালরোনিকে ‘ছুড়ে’ ফেলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন কানাডিয়ান তরুণী নিজেই। জেসিকা বলেছেন, মেগানের এই আচরণের ফলে যে আকস্মিক মানসিক ধাক্কা তিনি পেয়েছেন, তার ফলে তার ক্যারিয়ারটাই ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। এমনকি মেগান নাকি তাকে না চেনার ভাণ করছেন। এতে বন্ধুমহলে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। কানাডাতেও জেসিকা একজন টিভি সেলিব্রেটি। তার সহযোগীরা ব্রিটেনের দ্য সান পত্রিকাকে বলেন, জেসিকা হলিউডেও ক্যারিয়ার গড়তে যাচ্ছিলেন। কিন্তু তার ‘রয়্যাল’ বন্ধুর এমন আচরণে ভীষণ মুষড়ে পড়েছেন। হয় তো তার ভালো ভবিষ্যতের স্বপ্নটাও মেগানের কারণে নষ্ট হয়ে গেল! কারণ, রাজপরিবারের এই গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে বন্ধুত্বের কারণে বড় বড় ব্রান্ডের পণ্যদূত হবার সুযোগ পেয়েছিলেন জেসিকা। কারণ তার সঙ্গে মেগানের সম্পর্কের কারণে পরোক্ষভাবে মেগানও তাদের পণ্য প্রচারে ভূমিকা রাখতেন। তার সঙ্গে ঘুরতেন, ফিরতেন, আড্ডা দিতেন। টিভি ও পত্রপত্রিকায় এসব দৃশ্য জেসিকার ব্র্যান্ড ইমেজ গড়তে সাহায্য করে। তিনিও মেগানকে কম মানসিক সাপোর্ট দেননি। কিন্তু এখন মেগান যে জেসিকাকে ছুড়ে ফেলে দিয়েছেন সেটা জানতে পেরে কোম্পানিগুলোও তার সঙ্গে ব্যাবসায়িক চুক্তি ছিন্ন করতে চাইছে। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ