Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় করোনায় ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ৭:২৮ পিএম

করোনা আক্রান্ত হয়ে আব্দুর রহমান (৬৩) নামে পুলিশ লাইন পাড়ার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মাগুরা জেলায় মৃত্যু হলো ৭জনের।এছাড়া আজ বুধবার জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে সাত জনের । জেলায় মোট ১৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ।

মাগুরার সিভিল সার্জন ডা.প্রদীপ কুমার সাহা জানান, করোনা আক্রান্ত হয়ে আজ সকালে শহরের পুলিশ লাইন পাড়ার আব্দুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে মাগুরায় মোট ৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭জন রোগী চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে । জেলায় মোট ১৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৯ জন সুস্থ্য হয়ে উঠেছেন।

এদিকে মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়া ও জেলা পাড়ার আংশিক অংশের ৪/৫টি করে বাড়ি পৌরসভা ও সদর উপজেলা কতৃক প্রস্তুতকৃত ও প্রণীত নকশা অনুযায়ী লকডাউন ঘোষনা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ