Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে করোনায় আরো একজনের মৃত্যু

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ৯:৪৬ এএম

কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবুল ফজল চৌধুরীর ছেলে, বাংলাবাজার মিয়াজী বাড়ি নিবাসী আলহাজ্ব ওবায়দুস সালাম মিয়াজী।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১১ টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৭৫ বছর বয়সী ওবায়দুস সালাম মিয়াজী ১ ছেলে ও ১ মেয়ের জনক।

খবরটি নিশ্চিত করেছেন মরহুমের একমাত্র জামাতা কক্সবাজার শহরের এন্ডারসন রোডের বাসিন্দা মাহফুজুল হক।

তিনি জানান, আলহাজ্ব ওবায়দুস সালাম মিয়াজী দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিলেন। ৩০ জুন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১ জুলাই কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা শনাক্ত হয়।

মরহুমের নামাজে জানাজা আজ বুধবার সকাল দশটায় ছুরতিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

ওবায়দুস সালাম মিয়াজী মরহুম আবুল ফজল চৌধুরীর তৃতীয় পুত্র, মিয়াজিবাড়ী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, মুক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি, ছুরতিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য।

এনিয়ে কক্সবাজারে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ