মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্ক সরকার গত ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পর প্রায় ১৬ হাজার নাগরিককে গ্রেফতার করেছে। পরিস্থিতি এখন মোটামুটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। ওই ব্যর্থ অভ্যুত্থানে ২৪৬ জন সাধারণ নাগরিক ও ২৪ জন অভ্যুত্থান চেষ্টাকারী নিহত হয়েছিল। ঘটনার পর সরকার খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পরপরই দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে বলে তাৎক্ষণিক ভাষণ দেন। সিএনএনের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ ধরনের অপরাধের সমুচিত জবাব দেয়ার ঘোষণা দেন। সে অনুযায়ী গণগ্রেফতার, আটক ও অভ্যুত্থান চেষ্টাকারীদের হত্যার মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরদোগান। রাষ্ট্রনিয়ন্ত্রিত টিআরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, ব্যর্থ অভ্যুত্থানের সাথে জড়িত থাকার দায়ে মোট ১৫ হাজার ৮৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৭৮ জন জেনারেলসহ ১০ হাজার সামরিক বাহিনীর লোক রয়েছে। ওচিট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।