Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় প্রসূতি হাসপাতালে বিমান হামলা, নিহত ২

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহীকবলিত এলাকাগুলোতে অমানবিক এবং নির্বিচারে বিমান হামলা হচ্ছে। রাশিয়ার আক্রমণের ছত্রছায়ায় এই হামলা হচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে। আন্তর্জাতিক যুদ্ধ আইনে হাসপাতালে হামলা না চালানো বাধ্যতা থাকলেও দেশটির সরকারি বাহিনী তা মানছে না। এর ফলে প্রাণ যাচ্ছে নিরপরাধ নারী ও শিশুদের। সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহীদের দখলকৃত এলাকায় একটি প্রসূতি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। গত শুক্রবার ওই হামলায় হাসপাতালটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনী হাসপাতাল ও পাশের একটি বেসামরিক ভবনে হামলা চালিয়েছে। সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র জানিয়েছেন, ভয়াবহ এ হামলায় কমপক্ষে ২ জন নিহত ও বেশকিছু লোক আহত হয়েছেন। দাতব্য সংস্থাটি জানিয়েছে, শিশুদের ইনকিউবেটর মেঝেতে পড়ে ভেঙে যাওয়ায় বেশকিছু নবজাতক আহত হয়েছে এবং এক গর্ভবতী নারীর পা ভেঙে গেছে। ওই মুখপাত্র আরো জানান, হাসপাতালটি ইদলিবের কাফির তাখারিম এলাকায় অবস্থিত। আশপাশের ৭০ মাইলের মধ্যে এটিই একমাত্র প্রসূতি হাসপাতাল। প্রতি মাসে প্রায় ১ হাজার ৩০০ নারী ও শিশু হাসপাতালটি থেকে সেবা গ্রহণ করে। গত মাসে ৩৪০ শিশুর জন্ম হয়েছে এখানে। এদিকে, সেভ দ্য চিলড্রেনের সিরিয়ার পরিচালক সোনিয়া খুশ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এর কোনো অজুহাত নেই এবং দুর্ভাগ্যজনকভাবে সিরিয়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে যে হামলা চালানো হয়, এটা তার মধ্যে সর্বশেষ হামলা। আমরা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এ হামলার নিন্দা জানাই। সিরিয়ায় আমাদের দ্রুত যুদ্ধবিরতি প্রয়োজন এবং আমরা চিকিৎসা সেবাকেন্দ্রগুলোতে বোমা হামলা না চালানোর আহ্বান জানাচ্ছি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় প্রসূতি হাসপাতালে বিমান হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ