মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে অনুষ্ঠিত গোপন সামরিক মহড়ার তথ্য ফাঁস হয়ে গেছে। অতি গোপনে দেশ দুটি যৌথ সামরিক মহড়া চালিয়েছে বলে সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। ইসরাইলের দক্ষিণাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে যখন সামরিক সহযোগিতা দিন দিন বাড়ছে তখন গোপন এ মহড়া অনুষ্ঠিত হলো। গত বৃহস্পতিবার ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সহযোগিতা আরো বাড়ানোর লক্ষ্যে নোবেল শারলি নামে সামরিক মহড়াটি নেজেভ মরুভূমিতে অনুষ্ঠিত হয়। দিন-রাতের এ মহড়ায় মার্কিন মেরিন সেনা এবং ইসরাইলের বিমান, নৌ ও পদাতিক বাহিনীর স্পেশাল ইউনিটের সেনারা অংশ নেয়। মহড়ায় শত্রুসীমার মধ্যে হেলিকপ্টার থেকে কমান্ডো সেনাদের অবতরণ ও শহর এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া শত্রুর সাথে কাছাকাছি অবস্থানে থেকে যুদ্ধ ও মিলিটারি টেকওভার’র কৌশল শেখানো হয়েছে। মহড়ায় ইসরাইলের মাঝারি পাল্লার কথিত ডেভিডস সিøং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ভিওএ, ফক্সনিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।