পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাদক সেবনের আড্ডা ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে রেললাইনের পাশের শতাধিক বস্তি ঘর উচ্ছেদ করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টায় এ অভিযান চালানো হয়। তবে এ সময় পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, কারওয়ান বাজারের এফডিসি সংলগ্ন রেললাইনের পাশ থেকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পর্যন্ত ঘরগুলো উচ্ছেদ করা হয়েছে। এসব ঘরে মাদক সেবনের আড্ডা বসতো। এছাড়া মাদক বিক্রি করা হতো। কিছুদিন আগে আমরা এখান থেকে বেশ কয়েকজনকে মাদকসহ গ্রেফতার করি। সার্বিক বিবেচনায় অভিযান চালিয়ে ঘরগুলো ভেঙে দেয়া হয়। তিনি বলেন, তেজগাঁও বিভাগে কোনো মাদকের আড্ডা থাকতে দেব না। মাদক নির্মূলের আগ পর্যন্ত এ অভিযান চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।