Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক সপ্তাহেও নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ার দাবানল

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিগ সুর উপকূলের নিকটে সৃষ্ট দাবানল এক সপ্তাহেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আরো কয়েকদিন সময় লাগতে পারে। গত শুক্রবার এ দাবানল শুরু হয়। দাবানলে এ পর্যন্ত ৪০টি বাড়ি পুড়ে গেছে। সরিয়ে নেয়া হয়েছে কয়েকশ’ স্থানীয় বাসিন্দাদের। পর্যটন মওসুমে বন্ধ করে দেয়া হয়েছে একটি জনপ্রিয় পার্ক। দাবানলে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। কের্ন কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলটি প্রায় ৩১ হাজার একর ছড়িয়ে পড়েছে। শুক্রবার বনের ১৫ শতাংশে আগুন ধরে গেলেও তা দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে হুমকির মুখে পড়েছে ২ হাজার অবকাঠামো, সরিয়ে নেয়া হয়েছে সাড়ে তিনশ’ মানুষকে। কের্ন কাউন্টির দমকল বাহিনীর ক্যাপ্টেন টাইলার টাউনসেন্ড জানিয়েছেন, দাবানলের কারণে বিপুলসংখ্যক মানুষ বিপদের মুখে রয়েছে। ক্যালিফোর্নিয়ায় পাঁচ বছর ধরে খরা চলছে। শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার পাশাপাশি অত্যন্ত শুকনা ঝোঁপ ও ঘাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করেছে। কর্মকর্তারা মনে করছেন, মারিজুয়ানা চাষের ফলেই বনে আগুন লেগে থাকতে পারে। যদিও এখন পর্যন্ত তদন্তে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকায় চিকিৎসার প্রয়োজন ছাড়া মারিজুয়ানা চাষ নিষিদ্ধ। তবে অনেকেই টবে মারিজুয়ানা চাষ করে থাকেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক সপ্তাহেও নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ার দাবানল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ