মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ১৮০ অভিবাসনপ্রত্যাশী অবশেষে মানববিক বিবেচনায় ইতালি প্রবেশের অনুমতি পেলেন। তাদের সোমবার থেকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে। খবর বিবিসির। এসওএস মেডিটারনি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকারী জাহাজ দ্য ওশান ভাইকিং এসব অভিবাসনপ্রত্যাশীকে ডুবে যাওয়া নৌযান থেকে উদ্ধার করে। কিন্তু জাহাজটিকে গত এক সপ্তাহ ধরে ইতালির বন্দরে নোঙর করতে দেয়া হয়নি। জাহাজের নাবিক ও আরোহীদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা প্রকাশ করে শুক্রবার ইতালির কর্তৃপক্ষের কাছে মানবিক আবেদন জানানো হলে তাতে সাড়া দেয় ইউরোপের দেশটি। সাগর থেকে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা পাকিস্তান, ইরিত্রিয়া ও নাইজেরিয়ার নাগরিক বলে জানা গেছে। লিবিয়া থেকে দালালদের মাধ্যমে তারা ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন। চারটি উদ্ধারকারী দল গত ২৫-৩০ জুনের মধ্যে তাদের ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে। এদের মধ্যে গর্ভবতী নারীসহ ২৫ শিশুও রয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।