Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

করোনায় ৮০ হাজার কর্মীকে স্থায়ীভাবে ‘ওয়ার্ক ফ্রম হোম’র ঘোষণা দিলো ফুজিৎসু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ৬:১০ পিএম

করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে ৮০ হাজার কর্মীকে স্থায়ীভাবে ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা দিলো জাপানের
বিখ্যাত টেকনোলজি কোম্পানি ফুজিৎসু।কতৃপক্ষ মনে করে, বহু বছরের জন্য করোনাই হতে যাচ্ছে নতুন স্বাভাবিক বিষয়। তাই ৮০ হাজার কর্মীকে বাড়ি থেকেই কাজ করার অনুমতি দিয়ে দিয়েছে কোম্পানিটি। -বিবিসি, জাপান টাইমস

শুধু তাই নয়, বাড়ি থেকে কর্মীরা নিজেদের সুবিধামতো সময়ে কাজ করতে পারবেন। এজন্য ৯টা-৫টার ধরাবাঁধা কোনও সময় থাকবে না। ফুজিৎসু মনে করছে, নিজেদের মতো সময় ঠিক করতে পারলে কর্মীদের দক্ষতা বেড়ে যায়।

ফুজিৎসু এক বিবৃতিতে বলেছে , এর ফলে আমরা নতুন ধরণের এক কর্মপদ্ধতি সম্পর্কে জানতে পারবো। এই পদ্ধতি হবে কর্মীবান্ধব , উৎপাদনমুখী এবং অনেক বেশি ক্রিয়েটিভ। এভাবে মানুষের উদ্ভাবনী ক্ষমতাও বাড়বে। আমরা চাই মানুষ স্বাধীনভাবে কাজ করতে শিখুক ।

কোম্পানিটি কাজের স্থান বেঁছে নেবারও সুযোগও দেবে কর্মীদের। তারা বাড়িতেও কাজ করতে পারেন। আবার কোনও ক্যাফে বা স্যাটেলাইট অফিসেও বসে কাজ করতে পারবেন। এই সংক্রান্ত সব ধরণের ব্যয়ও নির্বাহ করবে কোম্পানিটি বলে জানান তারা



 

Show all comments
  • মোঃ মাসুদ রানা ৬ জুলাই, ২০২০, ৭:৩৩ পিএম says : 0
    অসাধারণ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ