গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর গুলশান থানাধীন বারিধারায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (২০) নামে সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করে। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ওই যুবক বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় বারিধারার ইওন ব্রিজের ঢালে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ এবং চালক শাহিনকে আটক করেছে পুলিশ।
মৃতের সহকর্মী মো. রাজিব জানান, তারা বনানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। রাজ্জাকের বাড়ি বরিশাল জেলায়। অফিসের ডিউটি শেষ করে তারা সাইকেলযোগে নতুন বাজার (পাঁচখোলা) এলাকার বাসায় ফিরছিলেন। ফেরার পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।