Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র অসাধারণ জয়ের পথে : ট্রাম্প

শান্তিপর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই নানা আয়োজনে উদযাপন করা হলো দেশটির ২শ’ ৪৪তম স্বাধীনতা দিবস। কোভিড ঊনিশের ঝুঁকি উপেক্ষা করে রাষ্ট্রীয় প্রায় সব অনুষ্ঠানেই অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউজ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানের আয়োজনে উপেক্ষিত ছিলো স্বাস্থ্যবিধি। নানা উৎসব, আয়োজনে প্রতিবছর দিনটি উদযাপন করা হলেও এবারের প্রেক্ষাপট পুরো ভিন্ন। চার মাসের কম সময়ে দেশটিতে ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষের মারা গেছেন। আক্রান্ত ৩০ লাখের কাছাকাছি। এ অবস্থায় স্বাধীনতা দিবসের বড় আকর্ষণ বাৎসরিক প্যারেড অনুষ্ঠিত হয়নি। তবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে কমতি ছিলো না আনুষ্ঠানিকতার। সমাবেশ, বিমান মহড়া ও আতশবাজিসহ প্রায় সব রাষ্ট্রীয় আয়োজনের স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন কয়েকশ’ চিকিৎসাকর্মীও। ঘরে বসে এ উদযাপন উপভোগের নির্দেশনা থাকলেও, হোয়াইট হাউজ প্রাঙ্গণে জড়ো হন কয়েক হাজার মানুষ। সামাজিক দ‚রত্বসহ স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না সেখানে। অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণে ভাইরাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অসাধারণ জয়ের পথে আছে বলে মন্তব্য করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রে কোনো বৈষম্য নেই। স্বাধীনতা দিবসের দিনেও যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ হয়েছে। শনিবার হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেন কয়েকশ’ মানুষ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘উগ্র বামদের’ পরাজিত করার প্রতিশ্রæতি দিয়েছেন। শনিবারের ভাষণে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বিভিন্ন স্মারক ও ভাস্কর্যের বিরুদ্ধে বিক্ষোভের নিন্দা জানিয়ে তিনি একে যুক্তরাষ্ট্রকে ধ্বংসের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কোনো প্রমাণ বা তথ্য-উপাত্ত না দিয়ে রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তদের ৯৯ শতাংশের রোগই ‘মামুলি’। মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রশাসনের ‘অদক্ষতায়’ বিরোধিদের চরম সমালোচনার মুখে পড়া ট্রাম্প তার স্বাধীনতা দিবসের ভাষণে নতুন করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে ‘অবশ্যই জবাবদিহি’ করতে হবে বলে মন্তব্য করেছেন। ট্রাম্প যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন তার কয়েক গজ দ‚রে সড়ক আটকে শান্তিপ‚র্ণ প্রতিবাদ কর্মস‚চি করেছে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা। সিএনএন, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ