Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোগীরাজ্যে ঘরের শত্রু বিভীষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ১২:০১ এএম

পুলিশের মধ্যেই ‘ঘরের শত্রু বিভীষণ’! ডন বিকাশ দুবেকে ধরতে গিয়ে যোগীরাজ্যে প্রাণ খুইয়েছেন ৮ জন পুলিশকর্মী। সেই স‚ত্রেই পুলিশ দিব্যশংকর অগ্নিহোত্রী নামে ডন বিকাশের এক শাগরেদকে গ্রেফতরা করেছে। তার স‚ত্রেই পুলিশ জানতে পেরেছে, বিকাশকে ধরতে যাওয়ার ‹রেইড›-এর বিষয়ে থানা থেকেই খবর ফাঁস হয়ে গিয়েছিল। ইতোমধ্যে বিকাশ দুবের সঙ্গে যোগসাজশের সন্দেহে আটক করা হয়েছে চৌবেপুর থানার স্টেশন ইন চার্জ বিনয় তিওয়ারিকে। পুলিশের সন্দেহ চৌবেপুরের এসএইচও বিকাশের দলকে আগেই সতর্ক করে দিয়েছিল। এর আগে বিকাশের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করেছেন তিওয়ারি। শুধু তাই নয়, অভিযানের দিন তিনি ইচ্ছাকৃত ভাবে অনেকটা পিছনে ছিলেন। সন্দেহ হওয়াতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। পরে তাঁকে সাসপেন্ড করা হয়। আইজি আগরওয়াল জানিয়েছেন, ঘটনার দিন সকালে কোনও এক অভিযোগ মিটমাট নিয়ে কথা বলার নামে দুবের বাড়ি যান তিওয়ারি। ফিরে এসে বিলহাউরের সার্কেল অফিসার দেবেন্দ্র কুমার মিশ্রকে জানান, বিকাশ ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার পরই বৃহস্পতিবার রাতে গ্রেফতারির অভিযান চলে, আর বিকাশের গুÐাদের হাতে প্রাণ হারান মিশ্র। এটা পুরোটাই তিওয়ারির ষড়যন্ত্র বলে মনে করছে পুলিশ। ইতোমধ্যে বিকাশ দুবেকে ধরতে ২৫টি দল গঠন করল উত্তরপ্রদেশ পুলিশ। বৃহস্পতিবার রাতে বিকাশ ও তার দলবলের মিলিত হামলায় প্রাণ গিয়েছে ডেপুটি পুলিশ সুপার-সহ আট পুলিশকর্মীর। তার পর ৩৬ ঘণ্টা কেটে গেলেও অধরা বিকাশ। এই সময়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিভীষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ