বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত ব্যক্তির নাম মো. আজমিরুজ্জামান (৫১)। তাঁর বাড়ি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার হাজী কলোনিতে। এ নিয়ে সৈয়দপুরে করোনায় মৃত মানুষের সংখ্যা দাঁড়াল তিন।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ জুন ওই এলাকার মো. আজমিরুজ্জামান অসুস্থ হয়ে পড়লে তাঁকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো ফলাফলে ২ জুলাই তাঁর কোভিড-১৯ পজিটিভ এসেছে। তিনি ওই হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় আজ সকালে মারা যান।
গাউসিয়া কমিটির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে হাজী কলোনি মাঠে জানাজা শেষে হাতিখানা কবরস্থানে ওই ব্যক্তির লাশ দাফন করা হয়।
সৈয়দপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৬৩। এর মধ্যে ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।