Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোভিড-১৯ : সাভারে বন্ধ ঘোষণা করা হয়েছে একটি তৈরি পোশাক কারখানা

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১:৪৪ পিএম

করোনা ভাইরাসে সংক্রমের ঝুঁকির অজুহাতে সাভারে বন্ধ ঘোষণা করা হয়েছে একটি তৈরি পোশাক কারখানা।
রোববার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় ‘দীপ্ত এ্যাপারেলন্স লিমিটেড’ নামের তৈরি পোশাক কারখানার মুল ফটকের সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
তবে কারখানা বন্ধ থাকলেও যথারীতি ৫হাজার শ্রমিক কর্মকর্তাদের বেতন-ভাতাদি মোবাইল একাউন্টে চলে যাবে এমনটাই জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
কারখানাটিতে দায়িত্বরত মালিক পক্ষের প্রতিনিধি অনুপম কুমার পাল বলেন, বর্তমান পরিস্থিতিতে কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১১ জুলাই কারখানাটি খোলার ব্যাপারে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। তবে নোটিশে রয়েছে ১১জুলাই কারখানা খোলা হবে।
শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন যথা সময়ে মোবাইল একাউন্টে চলে যাবে।
তিনি বলেন, করোনা ভাইরাসের পাশাপাশি কারখানাটিতে বিদ্যুৎ সংযোগও বন্ধ রয়েছে। প্রায় কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া ছিল। কিছু পরিষোধের পর এখনও প্রায় ৭০লাখ টাকা বকেয়া রয়েছে।
কারখানাটি আর্থিক সংকটের মধ্যে রয়েছে। যার ফলে বিদ্যুৎ বিল পরিষোধে বিলম্ব হচ্ছে। ১১ জুলাই কারখানাটি খোলা হবে কিনা জানতে চাইলে অনুপম কুমার পাল বলেন, ওই দিন মালিক পক্ষ যা সিদ্ধান্ত দিবে সেই ভাবেই চলবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ