Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের বর্বরতা থেকে বাঁচতে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে -ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১২:১৩ পিএম

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন ফিলিস্তিনের শতকরা ৩০ ভাগ ভূমি দখলের পরিকল্পনা ঘোষণা করেছেন। একইভাবে তিনি জর্দান উপত্যকা দখলের কথাও বলেছেন। চলতি জুলাই মাস থেকে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। ফিলিস্তিনি ভূমি জবরদখলের এই পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আজ ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশ এর চেয়ারম্যান ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী ও মহাসচিব মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ নাটোরী।
এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইহুদিবাদী ইসরাইল মানবতার ও মুসলিমদের শত্রু। তারা ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যা করছে তাদের বাকি ভূমিটুকুও জবর দখলের জন্য। ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে মুসলমানদের ঐক্যবদ্ধ লড়াই করা ছাড়া মুক্তির কোনো পথ নেই। নিজেদের মধ্যে সকল দ্বন্দ্ব-সংঘাত পরিহার করে ফিলিস্তিনিদের জমি দখলের প্রতিবাদে মুসলিম উম্মাহকে এগিয়ে আসতে হবে।
নেতৃদ্বয় বলেন, মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর মধ্যে সংঘাত জিইয়ে রেখেছে আমেরিকা। যাতে তার ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের দখলদারিত্বে বিরুদ্ধে কেউ নাক গলাতে না পারে। গোটা ইসরাইল রাষ্ট্রটিই প্রতিষ্ঠিত হয়েছে ফিলিস্তিনিদের ভূমি জবর-দখল করে। তারা আরো বলেন, সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। তা না হলে বিশ্ব মানচিত্র থেকে মুসলিম দেশ ফিলিস্তিন একেবারেই হারিয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ