বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে নতুন করে আরো দুইজন সহ একদিনে মোট ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় ৩জন মেডিকেল স্টাফ, একজন শিশু, একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যসহ মোট ৩৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
শনিবার (০৪ জুলাই) রাত ১০ টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম অক্রান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আজ রাতে ইমেল বার্তায় তাকে নতুন করে আরো ২জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১ তারিখে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো আজ তার রিপোটে পজেটিভ এসেছে। এর আগে দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহায়কসহ মোট-৪ জনের শরীরে করোনা পজেটিভের খবর জানানো হয়েছে। গত ২৮ তারিখে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো আজ তার রিপোর্টে পজেটিভ এসেছে। আজ একদিনে মোট ৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে। এবং আক্রান্ত ব্যাক্তির কন্টাকে যারা ছিলো আগামীকাল তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।