মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কুকুর খাওয়া, আমদানি, বাণিজ্য ও বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে ভারতের নাগাল্যান্ড রাজ্যে। কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশু অধিকারকর্মীরা। তাদের অব্যাহত আন্দোলনের পর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সরকার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। একে বড় ধরনের টার্নিং পয়েন্ট বলে আখ্যায়িত করা হচ্ছে। এর ফলে ভারতে কুকুরকে নিষ্ঠুরভাবে হত্যা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সরকার এমন সিদ্ধান্ত নিলেও নাগারিক সমাজের কিছু গ্রুপ এর সমালোচনা করেছে। তারা বলেছে, এটা হলো ওই রাজ্যে খাদ্য শৃংখলার ওপর একটি আঘাত। উল্লেখ্য, ভারতের বিভিন্ন অংশে কুকুর খাওয়া বেআইনি। কিন্তু উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার কিছু সম্প্রদায়ের কাছে তা উপাদেয় খাদ্য। তবে নাগাল্যান্ডের মুখ্য সচিব তেমজেন টয় শুক্রবার এক টুইটে বলেছেন, কুকুর আমদানি, বাণিজ্য, কুকুরের বাজার এবং কুকুর কেনাবেচা নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। একই সঙ্গে রান্না বা কাঁচা যেকোনো অবস্থায় তার কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা সরকার কিভাবে প্রয়োগ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ভারতীয় মিডিয়া বলছে, ওয়েট মার্কেট বলে পরিচিত একটি বাজারে বস্তায় ভরা কুকুরের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এর ফলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই সরকার এই নিষেধাজ্ঞা দিল। কুকুরকে ভয়াবহ অবস্থায় বস্তার ভিতর বেঁধে একটি ভেজা মার্কেটে আটকে রাখা হয়েছে এমন ভয়াবহ ও হতাশাজনক ছবি প্রকাশিত হওয়ার কারণে মর্মাহত হয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এনিমেল প্রটেকশন অর্গানাইজেশন (এফআইএপিও)। বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে তারা এ কথা বলেছে। আরো বলা হয়, ওই কুকুরগুলোকে জবাই করার জন্য, তা দিয়ে বাণিজ্য করার জন্য ওই ভয়াবহ অবস্থায় আটকে রাখা হয়েছিল। ফলে তারা তাৎক্ষণিকভাবে কুকুর বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়ার জন্য নাগাল্যান্ড সরকারের প্রতি আহবান জানায়। বিবিসি, দি হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।