Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিপিআরকে ও ইউএসএ আলাপের প্রয়োজন নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলাপের প্রয়োজন আছে বলে মনে করছে না উত্তর কোরিয়া। মার্কিন কূটনীতিক দলের দক্ষিণ কোরিয়া সফর সামনে রেখে উত্তর কোরিয়ার এক উর্ধ্বতন কূটনীতিক শনিবার বলেছেন, দুই দেশের আলোচনা ওয়াশিংটনের জন্য ‘একটি রাজনৈতিক হাতিয়ারের’ চেয়ে বেশি কিছু নয়। ভাইস পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই জানান, ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে আলাপ আলোচনা ফলপ্রস‚ হবে না এবং উত্তর কোরিয়ার নীতিও বদলাবে না। চো’র বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি বসার কোনও দরকার আমরা দেখছি না। ডিপিআরকে-ইউএসের মধ্যে সংলাপ আসলে রাজনৈতিক সংকটকে গ্রাস করার হাতিয়ার ছাড়া আর কিছু নয়।’ উত্তর কোরিয়ার সঙ্গে অসমাপ্ত আলোচনা সারতে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় যাবেন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন বাইগান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বুধবার বলেছিলেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ান শীর্ষ নেতা কিম জং উনের আবারও দেখা করা উচিত। তাতে করে দুজনের মধ্যে অসম্পূর্ণ থাকা আলোচনার শেষ হবে। ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বৃহস্পতিবার নিউইয়র্কে বলেছিলেন, নির্বাচনের আগে ‘অক্টোবর সারপ্রাইজ’ হিসেবে আরেকবার উনের সঙ্গে দেখা করা উচিত মার্কিন রাষ্ট্রপ্রধানের। কেসিএনএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউএসএ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ