Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যার হুমকি শ্বেতাঙ্গ দম্পতির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রে এবার কার পার্কিং নিয়ে ঝগড়ার এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ এক নারীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে শ্বেতাঙ্গ এক দম্পতি। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। খবর বিবিসির। এ নিয়ে নতুন করে দাঙ্গা বাধার আগেই পুলিশ বন্দুক তাক করা শ্বেতাঙ্গ নারী জুলিয়ান ওয়েস্টেবার্গ(৩২) ও তার স্বামীকে গ্রেফতার করেছে। ডেট্রয়েটের অরিয়ন শহরে এ ঘটনা ঘটে। জুলিয়ান ওয়েস্টেবার্গের স্বামী এরিক (৪২) গাড়ি পার্কিংয়ের সময় অসাবধানতাবশত ১৫ বছরের কৃষ্ণাঙ্গ কিশোরী মাকায়লার গায়ে ধাক্কা দেন। এ ঘটনায় মাকায়লার মা প্রতিবাদ করলে এরিকের স্ত্রী বন্দুক নিয়ে গাড়ি থেকে নেমে গুলি করার চেষ্টা করেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা মিশেল বাউচার্ড গণমাধ্যকে বলেন, ফুটেজ দেখে জুলিয়ান ওয়েস্টেবার্গ ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্বেতাঙ্গ-দম্পতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ