Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লঙ্কার ফিল্ডিং কোচ পথাস

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার-ব্যাটসম্যান নিক পথাস। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ আগস্ট দলের দায়িত্ব বুঝে নেবেন পথাস। সম্প্রতি কাউন্টি দল লেস্টারশায়ারের একাডেমি ডিরেক্টর ও এর আগে গুয়ার্নসির ক্রিকেট ডিরেক্টর হিসেবে ছিলেন ৪২ বছর বয়সী। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০ ক্যাচ নেওয়া সাবেক এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন ৩টি। লঙ্কান ক্রিকেট প্রেসিডেন্ট থিলাঙ্গা সামাথিপালা পথাসের নিয়োগ নিশ্চিত করে বলেন, ‘গত কয়েক ম্যাচে আমাদের বোলিং ও ব্যাটিংয়ের উন্নতিটা চোখে পড়লেও ফিল্ডিংটা ছিল নি¤œগামী। ফিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে উন্নতি আনতে পথাস দলের সাথে যোগ দিচ্ছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লঙ্কার ফিল্ডিং কোচ পথাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ