Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্দিকুরের আত্মবিশ্বাসে ধাক্কা

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : থাইল্যান্ডের কিংস কাপ থেকে ছিটকে পড়লেন বাংলাদেশের কৃতি গলফার সিদ্দিকুর রহমান। আর এ ব্যর্থতায় রিও অলিম্পিকে খেলতে যাওয়ার আগে নিজ আত্মবিশ্বাসে তিনি বড় একটি ধাক্কা খেলেন। প্রথমবারের মতো এশিয়ান ট্যুর ও ইউরোপীয়ান ট্যুরের যৌথ উদ্যোগে থাইল্যান্ডের পাতায়ায় আনুষ্ঠিত কিংস কাপের দ্বিতীয় রাউন্ডের গন্ডি পেরুতে পারলেন না সিদ্দিকুর। আগের দিন প্রথম রাউন্ডে ভালো করলেও গতকাল ফনিক্স গোল্ড অ্যান্ড কান্ট্রি ক্লাবে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে সাত শট বেশি নেন তিনি। সবমিলিয়ে পাঁচ শট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন রিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাওয়া লাল-সবুজের এই গলফার।
অলিম্পিকে খেলতে ব্রাজিল যাওয়ার আগে এটাই ছিল সিদ্দিকুরের সর্বশেষ টুর্নামেন্ট। সাড়ে সাত লাখ মার্কিন ডলার প্রাইজমানির এ প্রতিযোগিতায় বিভিন্ন মহাদেশের খ্যাতিমান গলফাররা অংশ নিচ্ছেন। যেখানে ভাল পারফরম্যান্স করে অলিম্পিকের জন্য আত্মবিশ্বাস বাড়াতে চেয়েছিলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। ৭০ পারের এ টুর্নামেন্টে প্রথম রাউন্ডে ভালো করে আশা জাগিয়ে তুলেছিলেন তিনি। বৃহস্পতিবার ৬৮ স্ট্রোকে খেলে আন্ডার পার টু স্কোর করে যৌথভাবে ১৯তমস্থানে ছিলেন সিদ্দিকুর। কিন্তু কাল মুদ্রার অপর পিঠটাও দেখতে হয় তাকে। প্রথম রাউন্ডের ১৮ হোলে যেখানে তিন বার্ডির বিপরীতে একটি হোলে বগি করেছিলেন সেখানে দ্বিতীয় রাউন্ডে কোনো বার্ডিরই দেখা পাননি এই গলফার। পাঁচ বগি ও একটিতে ডাবল বগি করে সবমিলিয়ে ওভার পার সেভেন স্ট্রোক (৭৭ শট) খেলেন সিদ্দিকুর। যেটি কোনো রাউন্ডের খেলায় মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স তার। দুই রাউন্ড মিলিয়ে ওভার পার ফাইভ স্ট্রোক (১৪৫ শট) খেলে ‘কাট’ তালিকায় পড়ে যান এশিয়ান ট্যুরে দুইবারের শিরোপা জয়ী গলফার সিদ্দিকুর। যেখানে প্রথম রাউন্ডে যৌথভাবে ১৯তম স্থানে ছিলেন সেখানে দ্বিতীয় রাউন্ডে এসে লিডার বোর্ডে তার ঠাঁই হয় যৌথভাবে ১১২তম স্থানে। এদিকে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সাত শট এগিয়ে (১৩৩ শট) থেকে লিডারবোর্ডে শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার টেরি পিলকাদারিস। একই পারফরম্যান্স করে (আন্ডার পার সেভেন স্ট্রোক) দ্বিতীয়স্থানে রয়েছেন স্বাগতিক গলফার সত্যায়া সুপুপ্রামাই। এছাড়া সবমিলিয়ে আন্ডার পার সিক্স স্ট্রোক (১৩৪ শট) নিয়ে তৃতীয়স্থানে উঠে আসেন ডেনমার্কের জোয়াচিম বি হ্যানসেন। থাইল্যান্ড থেকে দেশে ফিরেই ২ আগস্ট বাংলাদেশ দলের সঙ্গে ব্রাজিলে যাবেন সিদ্দিকুর। রিও অলিম্পিকে খেলার আগে কিংস কাপে ব্যর্থতার স্মৃতি তাড়িয়ে বেড়াবে তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিদ্দিকুরের আত্মবিশ্বাসে ধাক্কা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ