মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নানা সংকটে জর্জরিত ইরাক এবার তুরস্ককে হুমকি দিয়েছে সম্পর্ক চিহ্ন করার। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সামরিক অভিযানকে কেন্দ্র করে প্রতিবেশী তুরস্ককে এই হুমকি দিয়েছে ইরাক। সম্প্রতি তুরস্ক সীমান্ত পেরিয়ে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযানে ইরাকের অভ্যন্তরে কয়েকদফা সামরিক হামলা চালায়।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ আল-সাহাফ জানান, ইরাক এবং তুরস্কের মধ্যে বার্ষিক ১,৬০০ কোটি ডলারের বাণিজ্য হয়। এছাড়া ইরাকের ভেতরে শত শত তুর্কি বাণিজ্যিক কোম্পানি কাজ করছে। যদি প্রয়োজন হয় তাহলে ইরাক সরকার তুরস্কের এসব স্বার্থের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গতরাতে কুর্দি ভাষার টেলিভিশন চ্যানেল রুদওয়াকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ইরাকের এ কূটনীতিক এসব কথা বলেন।
তিনি বলেন, তুরস্কের এই সামরিক অভিযান বন্ধ করার ক্ষেত্রে ইরাকের সামনে নানা পথ খোলা রয়েছে বলে দাবি করেন। পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।