Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিফরেন্ট স্ট্রোকস-পাঠ্যবই থেকে ছাঁটাই শারাপোভা

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ডোপিংয়ের জন্য নির্বাসিত এবং কোর্টের বাইরে-মারিয়া শারাপোভা। এটা পুরনো খবর। তবে, সেই অপরাধে যে টেনিসের ‘গø্যামার কুইন’কে ভারতীয় জনমানসেও ব্রাত্য করে দেয়া হবে, কে জানত! ঘটনাটা গোয়া’র। ভারতের পশ্চিম উপকূলের এই সুন্দরী রাজ্যের বেশ কয়েকটি স্কুলের ইংরেজি পাঠ্যবই থেকে উধাও হয়ে যেতে বসেছেন ‘মাশা’! সেই ২০০৬-’০৭ শিক্ষাবর্ষ থেকেই গোয়া’র বিদ্যালয়গুলোতে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ইংরেজি পাঠ্যবইয়ে মারিয়া শারাপোভার চমকপ্রদ উত্থাণ নিয়ে একটি পরিচ্ছেদ বরাদ্দ ছিল- ‘রিচ ফর দ্য টপ’। ঠিক যেমনভাবে নানা প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রুশ সুন্দরী বিশ্বটেনিসে শিখরে স্পর্শ করেছিলেন তা যে সাধারণ শিক্ষার্থীদের কাছে উদাহরণযোগ্য এটা বোঝাতেই শারাপোভাকে পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করে ফেলা হয়েছিল। নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে অভিযুক্ত হওয়া এবং তারপর নির্বাসনের কবলে পড়ার পর সেই শারাপোভাই আপাতত গোয়া’র শিক্ষাসমাজের চোখে নিন্দিত চরিত্র। আর ঠিক এজন্যই ইংরেজি বইয়ের পাতা এবার থেকে ‘মাশা’হীন, এমনটাই জানিয়েছেন গোয়ার শিক্ষা দফতরের সচিব শিবকুমার জঙ্গম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিফরেন্ট স্ট্রোকস-পাঠ্যবই থেকে ছাঁটাই শারাপোভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ