Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহীতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০২ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৮ পিএম

রাজশাহীর দুটি ল্যাবে একদিনেই ১১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের মধ্যদিয়ে এখন রাজশাহীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০২ জনে। এদের বেশিরভাগই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

বৃহস্পতিবার (০২ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে রাজশাহীর ৭৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে শনাক্ত হয়েছেন রাজশাহীর আরও ৪২ জন।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে ১৮২টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে মোট ৪৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে একজনের বাড়ি বগুড়া এবং একজনের বাড়ি পাবনা। বাকি ৪২ জন আছেন রাজশাহী মহানগরীতেই।

এর মধ্যে ২১ জন নগরীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। তিনজন রামেক হাসপাতালের চিকিৎসক। ১৯ জন রামেক হাসপাতালের অন্যান্য কর্মী এবং রোগী। একজন রাজশাহী সংক্রমক ব্যাধি হাসপাতালের রোগী এবং অন্য ৬ জন বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে ১৮০টি নমুনার রিপোর্ট হয়েছে। এর মধ্যে ৭৭টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ জনের বাড়ি পাবনা। বাকি ৭৫ জনই রাজশাহীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
এর মধ্যে ২৯ জনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন এলাকায়। রাজশাহী মহানগর পুলিশের সদস্য ৮ জন। রাজশাহী সিটি করপোরেশনের আছেন ১১ জন। রাজশাহী মেডিকেল কলেজের ২ জন। র‌্যাব-৫ এর সদস্য আছেন ২ জন। বাকি ২৩ জন রাজশাহী নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
দুই ল্যাবে নতুন ১১৭ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে সংখ্যা বেড়ে ৯০২ জনে দাঁড়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ