বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে নতুন করে আরো ২৮২ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। সাতটি ল্যাবে মোট ১৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন আরো তিন জন। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন আরো ৪৭ জন।
সিভিল সার্জন কার্যালয় থেকে শুক্রবার সকালে এসব তথ্য জানানো হয়।
নতুন করে আক্রান্ত ১৮২ জন মহানগরীর বাসিন্দা। বাকি ১০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা এখন পর্যন্ত ৯৪০৫ জন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ৬৪৬৭ জন। বিভিন্ন উপজেলার বাসিন্দা ২৯৩৮ জন।
চব্বিশ ঘণ্টায় আরও তিন জন সহ এ পর্যন্ত মারা গেছেন ১৮৭ জন। মহানগরীতে মারা গেছেন ১৩৬ জন, জেলায় ৫১ জন।
আরো ৪৭ জনসহ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১৩১ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ আরো প্রায় চার হাজার ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।