বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের একজন কর্মচারীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) করোনা পজিটিভ সনাক্ত ওই কর্মচারীর নাম মো: মঞ্জুরুল আলম । তিনি নির্বাহী অফিসারের কার্যালয়ে বর্তমানে কর্মরত আছেন। মূলত তিনি কুড়িগ্রাম কোর্টের বেঞ্চ সহকারী। ডেপুটেশনে ভূরুঙ্গামারী উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অবস্থায় তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। গত সপ্তাহেই তাকে তার বাসায় (উপজেলা কোয়ার্টার) লক ডাউনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ সন্ধ্যা সাড়ে সাত টায় তার করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে মর্মে রিপোর্ট আসে। এ নিয়ে ভূরুঙ্গামারীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম তথ্য নিশ্চিত করে জানান, নতুন করে করোনা পজিটিভ সনাক্ত ওই ব্যক্তি পরিবারসহ হোম কোয়ারেন্টাইন আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।