বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোফাজ্জল শেখ (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর পরের দিন তার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি পাটগাতি গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জসিম উদ্দিন জানান, ওই বৃদ্ধর কয়েকদিন যাবত কাশি ছিলো। পরিবারের লোকের মাধ্যমে জানতে পেরে গত ২৮ জুন সকালে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন রাত ১১ টার দিকে তিনি মারা যায়। পরের দিন ২৯ জুন তার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আরো জানান, মোফাজ্জল শেখ মারা যাওয়ার ৬ ঘণ্টা পর নিয়ম অনুযায়ী তার দাফন কার্য সম্পন্ন করে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ টিম। যেহেতু তিনি করোনায় আক্রান্ত ছিলেন তাই পর্যায়ক্রমে তার পরিবারের সদস্যদের সবার নমুনা সংগ্রহ করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।