Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো আছেন মাশরাফিরা নাজমুলের মুক্তির আনন্দ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস থেকে মুক্তি মিলেছে জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম ও তার বাবা-মার। দুই সপ্তাহের বেশি সময় করোনার সঙ্গে যুদ্ধ করে এখন অনেকটাই সুস্থ আছেন নাজমুল ও তার পরিবার। নারায়ণগঞ্জের বন্দরে নিজ বাসায় আইসোলেশনে থাকা নাজমুল বলেন, ‘দু’দিন আগে করোনা পরীক্ষা করতে দিয়েছিলাম। আজ (গতকাল) একটু আগে রিপোর্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ সবারটাই নেগেটিভ এসেছে।’
জুনের মাঝামাঝি করোনা ধরা পড়ে নাজমুল ও তার পরিবারের। শুরুর দিকে নাজমুলের বাবার শরীর বেশি খারাপ ছিল। তবে দ্রুতই সুস্থ হতে থাকেন নাজমুলসহ পরিবারের সবাই। তবে করোনা রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছিলেন না নাজমুল, ‘করোনা থেকে মুক্তির পর কেমন লাগছে- এটা প্রকাশ করতে পারছি না। এত দিন কী রকম হতাশ ছিলাম, কী হবে বা কী হচ্ছে, এসব চিন্তা থেকে মুক্তি পাওয়ার যে আনন্দ, সেটা বলে বোঝাতে পারব না।’
গতপরশু দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পরিবারের সদস্যরা। তামিমের বড় ভাই সাবেক ওপেনার নাফিস ইকবাল, তার মা নুসরাত ইকবাল খান ও দুই সন্তান প্রায় সুস্থ হয়ে উঠেছেন। করোনা পরীক্ষায় ভালো ফলের অপেক্ষায় আছেন তারা। এ ছাড়া এখনো দ্বিতীয়বার করোনাপরীক্ষা না করলেও ভালো আছেন সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তার ভাই মোরসালিন বিন মুর্তজা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাজমুল-মুক্তি-আনন্দ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ