Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্কিত পেনাল্টিতে শঙ্কায় বার্সার স্বপ্ন

হতাশার রাতে মেসির ৭০০

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ১২:০২ এএম

কয়েকদিন আগে সেল্টা ভিগোর বিপক্ষেও এভাবে ড্র করেছিল বার্সেলোনা। প্রথমে এগিয়ে যাওয়া, তারপর গোল খেয়ে সমতায় খেলা শেষ করা। ধারা বজায় থাকল গতপরশুও। এবার নিজেদের মাঠে পয়েন্ট হারাল বার্সা। দুই গোল বার্সার জয়ের জন্য যথেষ্ট ছিল না। উল্টো দুটি পেনাল্টির সদ্ব্যবহার করে ড্র নিয়ে মাঠ ছেড়েছে অ্যাটলেটিকো। ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।
অ্যাটলেটিকো-বার্সা দুই দলই হতাশ, এই ম্যাচে ‘জয়ে’র উল্লাস করেছেন ৭০০ মাইল দূরে ঘরে বসে ম্যাচটা দেখা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। বার্সা ড্র করায় যে লিগ শিরোপা প্রায় রিয়ালের হাতেই চলে এসেছে। দুইয়ে থাকা বার্সার (৭০ পয়েন্ট) চেয়ে ১ ম্যাচ কম খেলেই ১ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৫৮। আজ রাতেই জিনেদিন জিদানের দল খেলতে নামছে গেটাফের বিপক্ষে।
তা শিরোপা লড়াইয়ের নিষ্পত্তি অনেকটাই করে দিয়েছে যে দুটি পেনাল্টি, পরশু বার্সার বিপক্ষে দেওয়া সেই দুই পেনাল্টি নিয়েই আছে বিতর্ক। প্রথম পেনাল্টি নিয়ে আগে আলোচনা করা যাক। ডিয়েগো কস্তার আত্মঘাতী গোলে তখন অ্যাটলেটিকো ১-০ গোলে পিছিয়ে। ম্যাচের ১৫ মিনিটে নিজেদের সীমানা থেকে বল পেয়ে দারুণ ক্ষিপ্রতায় বল নিয়ে আক্রমণে ওঠেন দলটার বেলজিয়ান উইঙ্গার ইয়ানিক ফেরেইরা কারাসকো। বার্সা ডিফেন্ডার পিকের বাধা সহজে পার করলেও ডি-বক্সে তাকে ফাউল করে বসেন আর্তুরো ভিদাল। সে পেনাল্টিতেও হয় আরও এক ‘নাটক’।
কস্তার নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল, না, ‘অবৈধভাবে’ শট আটকেছেন স্টেগেন। কস্তার শট নেওয়ার আগেই নিজের গোললাইন ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিলেন স্টেগেন। আর সেই ভুলেরই মাশুল দেওয়া লাগে জার্মান তারকার। হলুদ কার্ড দেখেন তিনি। ফলে আবারও পেনাল্টি নিতে বলেন রেফারি। এবার আর পেনাল্টি নিতে আসেননি কস্তা। গোল করতেও ভুল হয়নি সল নিগেজের।
কস্তার নেওয়া পেনাল্টি বাতিল করার সিদ্ধান্তে রোষের সৃষ্টি হয়েছে বার্সা শিবিরে। কিন্তু মাদ্রিদভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রেফারি বিশেষজ্ঞ আন্দুজার অলিভার জানিয়েছেন, কস্তার পেনাল্টি বাতিল করার সিদ্ধান্ত সঠিক ছিল। পেনাল্টি নেওয়ার সময় অনেক গোলরক্ষক লাইন থেকে উঠে এসে পেনাল্টি নেওয়া ফুটবলারের সঙ্গে নিজের বৃত্তীয় কৌণিক দ‚রত্ব কমিয়ে আনার চেষ্টা করেন, যেটা সঠিক নয়। ভিএআর টের স্টেগেনের সেই ভুলটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কাজেই এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের অবকাশ নেই।
ম্যাচের ৬২ মিনিটে আরেক নাটক। বার্সা তখন ২-১ গোলে এগিয়ে। আবারও কারাসকোকে পেনলাটি বক্সে ফেলে দেন এক বার্সা তারকা, এবার নেলসন সেমেদো। আবারও পেনাল্টি থেকে গোল করে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান সল নিগেজ। তবে পড়ে যাওয়ার জন্য সেমেদোর সঙ্গে কারাসকোর যথেষ্ট সংযোগ হয়েছিল কি না, সে নিয়ে চলছে তুমুল বিতর্ক। এমনকি ম্যাচ শেষে বিভিন্ন ভিডিওতেও দেখা গেছে, সেমেদোর হাঁটুর সঙ্গে হালকা ধাক্কা লেগেছে কারাসকোর, অ্যাটলেটিকোর বেলজিয়ান উইঙ্গার এরপর নিজের পায়ে পায়ে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পরে গিয়েছিলেন। সেভাবে তাঁকে ট্যাকল করেননি সেমেদো। চাইলে রেফারি এই পেনাল্টিটা না দিলেও পারতেন।
মার্কায় এই পেনাল্টিটা নিয়ে কিছু বলা হয়নি। তবে ইংলিশ দৈনিক দ্য গার্ডিয়ানে স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ সিড লো লিখেছেন, ‘তিনি (কারাসকো) নিজের পায়ে পায়ে লেগেই পড়ে গেছেন। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে তার আগে তার গায়ে (সেমেদোর) স্পর্শ লেগেছে কি না। রেফারি সিদ্ধান্ত নিয়েছেন লেগেছে। সেমেদো কোনো প্রতিবাদ করেননি, এ বেলায় (ভিএআরে) সিদ্ধান্তটা পরীক্ষা করার জন্য বিরতি অস্বাভাবিকরকম কম সময়ের ছিল।’
নি:সন্দেহে ফুটবল ক্লাব বার্সেলোনার জন্য একটি হতাশার রাত। তবে এমন দিনে নিজের ক্যারিয়ারের দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন বার্সা অধিনায়ক মেসি। ৭০০তম গোলের দেখা পেয়েছেন রেকর্ড ছয়বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা। ম্যাচের ৫০তম মিনিটে স্পটকিক থেকে গোল পান মেসি। ডি-বক্সে নেলসন সেমেদোকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল দলটি। দারুণ এক পানেনকা শটে বল জালে জড়ান মেসি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ক্যারিয়ারের ১৬তম বছরে এসে। বিরল এই অর্জনের স্বাদ নিতে তাকে খেলতে হয়েছে মোট ৮৬২টি ম্যাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সার-স্বপ্ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ