Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে দু’দফা রিপোর্টে আরো ৪৫ জনের দেহে করোনা শনাক্ত : মোট আক্রান্ত ৯১৯

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ৭:১২ পিএম

চাঁদপুরে দু'দফা প্রাপ্ত রিপোর্টে নতুন করে আরো ৪৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদরে ২৩জন(মৃত দুইজনসহ), ফরিদগঞ্জে ৫জন, হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে ১জন, মতলব উত্তরে ৩জন, মতলব দক্ষিণে ৫জন, কচুয়ায় ৩জন এবং হাইমচরে ৩জন রয়েছে।

এদিকে উপসর্গে মারা যাওয়া চাঁদপুর শহরের মমিনপাড়ার বাসিন্দা আমানুল্লাহ (৭২) ও শহরের মিশন রোডের বাসিন্দা নান্নু মিজির(৫৫) মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯১৯জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৫৯জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার সকালে দুপুরে ১৬৩টি রিপোর্ট আসে । এর মধ্যে ৪৫টি পজেটিভ। বাকি ১১৮ নেগেটিভ।
জেলায় ৯১৯জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৩৫২জন, মতলব দক্ষিণে ১০১জন, শাহরাস্তিতে ১০১জন, হাজীগঞ্জে ৯২জন, ফরিদগঞ্জে ৮৯জন, হাইমচরে ৭৩জন, কচুয়ায় ৪৩জন এবং মতলব উত্তরে ৬৮জন

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৫৯জনের মধ্যে হাজীগঞ্জে ১৬জন, চাঁদপুর সদরে ১৭ জন, ফরিদগঞ্জে ৭জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৪জন এবং মতলব দক্ষিণে ২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ