ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহিম।
গত মঙ্গলবার ভার্চুয়ালে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২০২০-২০২১ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। সাবেক সভাপতি প্রফেসর ড. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক প্রফেসর ড. আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ চৌধুরী।
নতুন কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছার, ট্রেজারার সহযোগী অধ্যাপক মো. নুরুল আমিন, যুগ্ম-সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল আহসান, সদস্য- প্রফেসর ড. মো. মহিউদ্দিন, প্রফেসর ড. মো. ছগীর আহমেদ, প্রফেসর ড. মো. আকরাম হোসেন, প্রফেসর ড. মো. শাহ্ এমরান, সহযোগী অধ্যাপক এস এম রেজাউল করিম, আবু হোসেন মুহম্মদ আহসান, সহকারী অধ্যাপক ফারজানা আহমেদ এবং পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান। এছাড়াও, সদ্য বিদায়ী কমিটির সভাপতি ড. মো. মজিবুর রহমান ও সম্পাদক ড. আবদুস সালাম সদস্য (পদাধিকার বলে) মনোনীত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।