Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে প্রতিনিয়ত অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে ভারত: মেহমুদ কোরেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ৬:১১ পিএম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এক বক্তব্যে বলেছেন, ভারত প্রতিনিয়ত পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। শুধু তাই নয়, আফগানিস্তানের শান্তি প্রচেষ্টাতেও প্রভাব সৃষ্টি করছে দেশটি। তিনি জানান, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিকে ভারতের বিষয়টি অবহিত করেছি। -ডেইলি পাকিস্তান, হাম নিউজ উর্দু

মেহমুদ কোরেশি গতকাল বুধবার বলেন, পাকিস্তান স্টক একচেঞ্জে হামলায় সন্ত্রাসীরা মানুষদের জিম্মি রাখতে চেয়েছিল কিন্তু পুলিশ হামলাটি ব্যর্থ করে দিয়েছে। কোরেশি বলেন, ভারত অভ্যন্তরীণ অরাজকতা থেকে দৃষ্টি ফেরাতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে।

কাশ্মীর নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর রিপোর্ট সম্বন্ধে কোরেশি বলেন , ভারত বিশ্বের দৃষ্টি হটাতে সন্ত্রাসবাদী ঘটনা প্রকাশ করে। অধিকৃত কাশ্মীরের প্রতি বিশ্বের নজর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারত পুলওয়ামায় নতুন নাটক সৃষ্টি করেছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ