Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে করোনায় আক্রান্ত ১, মৃত্যু ১

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ৫:৪৮ পিএম

সিলেটের ওসমানীনগরে নতুন করে আরো ২জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই দুইজনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

মঙ্গলবার (৩০জুন) নতুন করে আক্রান্তের খবর আসে ২জনেরর।

নতুন আক্রান্তরা হচ্ছেন, উপজেলার দয়ামীর ইউপির ছোট ধিরারাই গ্রামের আপ্তাব আলীর ছেলে সুহেল আলী (৪০)। সুহেল আলী গত ২৮ জুন করোনা উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান। এ দিন হাসপাতালে তার নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষ।
অপর আক্রান্ত ব্যক্তি হলেন, উপজেলার উছমানপুর ইউপির ভেরাখাল গ্রামের তৈয়ব মিয়ার ছেলে তফুর মিয়া(৫৮)। তিনি বর্তমানে সিলেট শহরের শাহী ঈদগাহের বাসায় চিকিৎসাধিন রয়েছেন। তফুর মিয়াও গত ২৮জুন শামসুদ্দিন হাসপাতালে নমুনা প্রদান করেন।
ওসমানীনগরে এ পর্যন্ত মোট ৪২জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে তিনজন মারা যান।

উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ