Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে একদিনে ৬৯ জন করোনা শনাক্ত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ১০:৪২ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে রাজশাহী মহানগরীর ৫৯ জন, তানোর উপজেলার আটজন এবং চারঘাটের দুইজন। আক্রান্ত অন্য নয়জন নাটোর জেলার বাসিন্দা।

মঙ্গলবার রাতে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার রামেক হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৭ জনের রিপোর্ট পজিটিভি আসে।

ডা. সাইফুল ফেরদৌস জানান, আক্রান্তদের মধ্যে হাসপাতালের সাতজন চিকিৎসক, একজন নার্স ও তিনজন স্টাফ রয়েছেন। আর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন আটজন। এছাড়া উপসর্গ নিয়ে মিশন হাসপাতালে দুইজন, পুলিশ হাসপাতালে একজন রোগী ভর্তি রয়েছেন। শনাক্ত অন্যদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
আক্রান্ত চিকিৎসকরা হলেন- ডা. রাফা (২৯), ডা. মামিরুল ইসলাম (৪৩), ডা. নাফিসা (৩১), ডা. নুসরাত জাহান (২৫), ডা. ময়েজ উদ্দীন (৪২), ডা. বিমল কুমার (৬৮), রামেক হাসপাতালের গাইনি ওয়ার্ডের ড. শারমিন আক্তার (৪০)। আক্রান্ত হাসপাতালের স্টাফরা হলেন- নার্স মোসা. আসমাতুন (২৭), কম্পিউটার ল্যাব মুক্তারুন্নেসা (২৮), রওশন আরা (৩৪), রেকর্ড রুমের বাছিরুন্নেসা (৩১)।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- ৫৫ নং ওয়ার্ডের শঙ্কর (৫০), জালাল (৭৫), সুলতান (৬৫), ১৪ নং ওয়ার্ডের জহির (৪০), মনির (৩০), জাহান বক্স (৬৪), ৬ নং ওয়ার্ডের রুবেল (৩০), ৩২ নং ওয়ার্ডর নূর মহল (৬৫), মিশন হাসপাতালে কৃষ্ণ (৫৭), তাসিন (১৮) এবং পুলিশ হাসপাতালে কামরুজ্জামান (৩৭)।
নগরীর আক্রান্তরা হলেন- রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন, আহমেদ আল আরাফ (৪), ফাতেমা খাতুন (৪৭), নজরুল (৫০), শাহীন (৪০), রেজাউল (৩৩), মিরা (৪৯), ফরিদা (৫০), শাহনাজ (৩১), মরিয়ম (৩৫), রাসেল কুমার (৩২), মো. কামরুল হাসান (৫৬), মোসা. নাজমা হাসান (৪৮), মো. আব্বাস আলী (৪৫), আবু রায়হান (৩৩)।

রাজারহাতার সবজিপাড়ার ইফফাত আরা (২৫), শালবাগানের হাবিবুর রহমান (৪৮), মুনিরা রহমান (২৩), মো. মোস্তাফিজুর রহমান (৬১), ২৩ নং ওয়ার্ডের সামসিয়া (৩৪), ৩নং ওয়ার্ডের আফজাল হোসেন (৫৮), ফারজানা আক্তার (২৮), আশরাফুল ইসলাম (৪৫)।
২০ নং মনোয়ারা খাতুন (৬৫), ২৭ নং ওয়ার্ডের মো. হেলাল (৩৬), ২৮ নং ওয়ার্ডের মো. সামিউল হক (৪২), ২০ নং ওয়ার্ডের মো. শহীদুর রহমান (৫৫), মাহনাফ তাহমিদ (২৫), ১৮ নং ওয়ার্ডের আবু হানিফ (৩৬), ৯ নং ওয়ার্ডের আবু মো. মিজানুর রহমান (৩৪)। এছাড়া চারঘাটের আক্রান্তরা হলেন- আনিসুর রহমান (৫২), মিজানুর রহমান (২২)।

এর আগে সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় আক্রান্তরা হলেন- মহানগরীর রোকেয়া বেগম (৭০), রুনু (৫০), নগর কুমার, র‌্যাব-৫ এর সদস্য কামরুল ইসলাম (৪২)।
তানোরের আক্রান্তরা হলেন- মিঠুন (২৩), রায়হান (১৮), সুমন (৩২), আলমগীর (৩৮), তুষার (২৭), সোহান (২৮), আরিফ হোসেন (২৮),. নুর-এ-আলম (৩১)।
এদিকে, একদিনে নতুন করে ৬৯ জন আক্রান্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৬৮ জন। এর মধ্যে মারা গেছেন আটজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ