বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনায় আরো পাঁচ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন।
বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সাতটি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ৩৭২ জনের। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ২৫৯ জন। বাকি ১১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা এখন পর্যন্ত ৮৮৫২ জন। গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন পাঁচ জন। করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ । সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন আরো ৪১ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন মোট ১০৬৫ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৪৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪৫১০ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।