মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশটি নানা সংকট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব নতুন এক পাকিস্তানকে দেখতে পাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তানে প্রথম কোনো নারীকে লেফট্যানেন্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এর আগে কোনো নারী কর্মকর্তাকে এ পদে পদায়ন করা হয়নি।
মঙ্গলবার পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতি এ কথা জানানো হয়েছে।
মঙ্গলবার তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, লেফট্যানেন্ট জেনারেল নিগার জোহর পদোন্নতি পেয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সার্জন জেনারেল হয়েছেন। এই প্রথম কোনো নারী পাকিস্তানি সামরিক বাহিনীর মেডিকেল কোরের প্রধান হলেন।
তিনি প্রতিবেশী আফগানিস্তানের প্রবেশদ্বার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবির বাসিন্দা। বর্তমানে তিনি সামরিক হাসপাতাল রাওয়ালপিন্ডিতে কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছেন।
২০১৭ সালে জোহর পাকিস্তানের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।