Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা পরিষদের সদস্য হওয়া হচ্ছে না ভারতের

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছর অন্তত জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়া হচ্ছে না ভারতের। বিষয়টি নিষ্পত্তি হবে আগামী বছর। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ব্রাজিল, জাপান এবং জার্মানির সঙ্গে যৌথভাবে তদ্বির করছে ভারত। আন্তর্জাতিক বিশ্বে জি–৪ নামে পরিচিত এই দেশগুলো। জি৪-এর দাবি নিয়ে সম্প্রতি আলোচনায় বসেছিল জাতিসঙ্ঘ ১৯৩ সদস্যদেশ। জি৪-এর পক্ষে ভারত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসঙ্ঘের ৭০তম প্রতিাবার্ষিকীতে আমাদের দাবি নিয়ে ঐকমত্যে পৌঁছন গেল না, তা দুঃখজনক। এখন জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ১৫টি দেশ রয়েছে। এরমধ্যে ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া স্থায়ী সদস্য দেশ। সেই সুবাদে এই দেশগুলো ভেটো ক্ষমতার অধিকারী। লক্ষ কোটি ডলারের অর্থনীতি হিসেবে ভারত জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবি করেছে। পাকিস্তান ও ইতালিসহ কয়েকটি দেশের আপত্তিকে অগ্রাহ্য করে ২০ বছর পর গঠনতন্ত্রে পরিবর্তন আনতে সম্মত হয়েছে জাতিসঙ্ঘ। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপত্তা পরিষদের সদস্য হওয়া হচ্ছে না ভারতের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ