Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে পুলিশ স্বাস্থ্যকর্মীসহ আরো ১৮ জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ৮৭৪

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৩:৩৭ পিএম

চাঁদপুরে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ১৮জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদরে ৮জন, হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে ৩জন, মতলব উত্তরে ৩জন, মতলব দক্ষিণে ১জন, এবং হাইমচরে ১জন রয়েছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)সহ পুলিশ লাইন্সসের ৮ সদস্য রয়েছেন।

চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৭৪ জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৫৭জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ১০৫টি রিপোর্ট আসে । এর মধ্যে ১৮টি পজেটিভ। বাকি ৮৭ নেগেটিভ।

জেলায় ৮৭৪জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৩২৯জন, মতলব দক্ষিণে ৯৬জন, শাহরাস্তিতে ১০০জন, হাজীগঞ্জে ৯০জন, ফরিদগঞ্জে ৮৪জন, হাইমচরে ৭০জন, কচুয়ায় ৪০জন এবং মতলব উত্তরে ৬৫জন

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৫৭জনের মধ্যে হাজীগঞ্জে ১৬জন, চাঁদপুর সদরে ১৫ জন, ফরিদগঞ্জে ৭জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৪জন এবং মতলব দক্ষিণে ২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ