Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯ হাজার ইয়াবাসহ এক জন আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৩:১৬ পিএম

কক্সবাজারের রামু-মরিচ্যা রোডে চেকপোষ্টে বসিয়ে তল্লাশি করে ১৯ হাজার ৯’শ পিচ ইয়াবা সহ মোঃ রফিক (২৪) নামে রোহিঙ্গা এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫।

আটক রোহিঙ্গা বালুখালী ১০ নং ক্যাম্পের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে ।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ আটক কারবারীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কিছু কতিপয় মাদক ব্যবসায়ী মরিচ্যা-রামু রোড দিয়ে একটি সিএনজি তল্লাশী করে তাকে আটক করে।

যোগে মাদকদ্রব্য নিয়ে কক্সবাজারের দিকে আসছে।উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছে টংকার ডেপা ৫ নম্বর ব্রিজের উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে।তল্লাশির এক পর্যায়ে টেকনাফ থেকে আসা একটি সিএনজি থামানোর সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে সিএনজি চালক রফিককে আটক করে।তবে তার সাথে থাকা আরো দুইজন পালিয়ে যায়।পরে সিএনজি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১৯ হাজার ৯’শ পিচ ইয়াবা উদ্ধার করে।

আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।



 

Show all comments
  • ash ১ জুলাই, ২০২০, ৬:৩৬ এএম says : 0
    AMI BUJI BANGLADESH E MADOK PACHAR KARI DER MRITTU DONDO KEO DEWA HOY NA ?? KAR SHARTHE ODER KE BACHIE RAKHA HOY??MADOK PACHAR KARI DER MRITTUDONDO NA DEWA HOLE BANGLADESH THEKE KONO DIN MADOK PACHAR BONDO HOBE NA ! DINE DINE BANGLADESHER JUBO SHOMAJ DHONGSHO HOY JABE
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ