Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ২:৩৭ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (২৯ জুন) রাতে এ তথ্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ জুন আনোয়ারার ইউএনওসহ ২৩ জনের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। গতকাল সেগুলোর ফলাফল পাওয়া যায়।

আনোয়ারা থানার উপ সহকারি পুলিশ পরির্দশক এমরান হোসেন খন্দকার জানান, গত ২৪ জুনের রিপোর্টে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলার দুই জন, কাফকোর তিনজন ও হাইলধর ইউনিয়নে একজনসহ ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত ৭ ও ৮ জুনের ৬৪ জনের মধ্যে ১৬ জনের রিপোর্টও আসছে তাদের মধ্যে আরো ৮ জন পজিটিভ। আক্রান্তদের হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশন নিশ্চিত করা হচ্ছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান,
কিছু উপসর্গ পরিলক্ষিত হওয়াতে গত (২৪ জুন) করোনা টেস্টের জন্য স্যাম্পল প্রদান করি। আজকে রিপোর্ট পেয়েছি, আমি করোনা পজিটিভ। গায়ে হালকা জ্বর বাদে আর কোনো উপসর্গ নেই। সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরতে চাই। আমি হোম কোয়ারেন্টাইনে আছি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, আনোয়ারায় এ পর্যন্ত ৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ