বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোনারগাঁও উপজেলায় মঙ্গলবার আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সোনারগাঁওয়ে ৪১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬৬ জন, মৃত্যুবরণ করেছেন ১৬ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৩৪ জন।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা মঙ্গলবার সকলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ২২ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২ জন পুরুষ ১ জন মহিলা। বর্তমানে সোনারগাঁওয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪১৬ জন। এরমধ্য সুস্থ হয়েছেন ২৬৬ জন, মৃত্যুবরণ করছেন ১৬ জন। আর চিকিৎসা নিচ্ছেন ১৩৪ জন। তিনি আরও জানান, এ পর্যন্ত সোনারগাঁও থেকে ১৮৯৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
তার দেয়া তথ্য মতে, করোনায় আক্রান্তরা হলো- শম্বুপুরা ইউনিয়নের একরামপুরে ১ জন মহিলা, পিরোজপুর ইউনিয়নের শহিদনগরে ১ জন পুরুষ ও কাঁচপুর ইউনিয়নের সোনাপুরে ১ জন পুরুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।