বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে করোনা আক্রানেতর সংখ্যা বেড়েই চলেছে। কমা কোন লক্ষণ নেই। মঙ্গলবার আরো ৪৪জন নতুন করে আক্রান্তসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬শ’। মৃত্যু হয়েছে ১২জন।
যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন মঙ্গলবার দৈনিক ইনকিলাবকে জানান, আমরা সঙক্রমণরোধে যাবতীয় ব্যবস্থা নিয়েছি। সংক্রমণের হার মুলত ঈদের পর থেকেই বেড়েছে। তিনি আক্রান্ত ও মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জোর প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে, যবিপ্রবির ল্যাবে মঙ্গলবার মোট ৫২ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তার মধ্যে যশোর জেলারই ৪৬ জনের কথা উল্লেখ করা হয়েছে। যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশীদ অর্ণব জানান, যশোরের ১৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের ও মাগুরার ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের
নমুনাতে করোনা শনাক্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।