বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলে নতুন করে এক চিকিৎসক ও দুই পুলিশ সদস্যসহ ৪০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত হলো ৬১২ জন। দেলদুয়ার স্বাস্থ্য কপ্লেক্সের নারী মেডিকেল অফিসারসহ ৪ জন, মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্যসহ ১১জন, টাঙ্গাইল সদর উপজেলায় ১৭জন, নাগরপুরে ১জন, কালিহাতীতে ১জন, ঘাটাইলে ২জন গোপালপুর উপজেলায় ৪জন রয়েছে।
জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ২২৫ জন। মারা গেছে মোট ১২ জন। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ৩৪৭টি। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবোধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ২৫জন ভর্তি হয়। তাদের মধ্যে ১৭জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৭জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।