Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে একজন করোনা আক্রান্ত

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৯:৩২ এএম

গফরগাঁও উপজেলা সদরে একজনের করোনা আক্রান্ত হয়েছে । সোমবার রাতে উক্ত করোনা রোগীকে ঢাকায় একটি হাসপাতালে নেয়া হয়েছে । উপজেলার বিভিন্ন ইউনিয়নে আক্রান্ত সংখ্যা বেড়েই চলছে ।

রাজধানীতে ৩ ছিনতাইকারী আটক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন ছিনতাইকারী আটক করেছে র‌্যাব। সোমবার (২৯ জুন) রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. সিদ্দিক ব্যাপারী (২৪), মো. গোলাম রাব্বী (১৮) ও মো. অনিক মন্ডল (২০)।

র‌্যাব-১০’র কোম্পানী কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী জানান, সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিঃ ভবন এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি ফল্ডিং চাকু, দু’টি ব্লেড, নগদ-এক হাজার ১৮০টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরো জানান, আসামিরা দীর্ঘদিন যাবত রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ